করোনাভাইরাস: টুইটার কর্মীদের বাড়ি থেকে কাজ

৪ মার্চ, ২০২০ ১৪:৫১  
করোনাভাইরাসের কারণে সব কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলছে টুইটার। এক বিবৃতির মাধ্যমে আমেরিকার স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান, টুইটার বলেছে এভাবে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে বলে আশা। চারপাশের মানুষের জন্য কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনাই মূল লক্ষ্য। হংকং, জাপান এবং দক্ষিণ কোরিয়ার টুইটার কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে হবে। একই সঙ্গে, প্রাতিষ্ঠানিক সব নন-ক্রিটিকাল সফর ও আয়োজন বাতিল করেছে টুইটার। টুইটার প্রধান জ্যাক ডরসি’র টেক্সাসে সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, বাতিল করা হয়েছে ওই সফর। সম্মেলনটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ফেসবুকও। টুইটারের সঙ্গে সুর মিলিয়েছে স্কয়ার-ও। জ্যাক ডরসির নেতৃত্বাধীন ওই প্রতিষ্ঠানটিও কর্মীদের বাড়ি থেকে কাজ করার আহবান জানিয়েছে। এদিকে, আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত গুগল ইউরোপিয়ান প্রধান কার্যালয়ের প্রায় আট হাজারের অধিকাংশ কর্মীকেই বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে গুগল। সম্প্রতি এক কর্মী অসুস্থ হয়ে পড়ার পর এ নির্দেশ জারি করেছে গুগল। শুধু গুগল, ‍টুইটার, স্কয়ার নয়। ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কয়েনবেইজ-ও কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যাপারে বলেছে।তবে, বিপাকে পড়েছেন মাইক্রোসফট কর্মীরা। বেশ কিছু মাইক্রোসফট কর্মী আক্ষেপ করেছেন, মাইক্রোসফট নিজ কর্মীদের নিরাপত্তা ও সংক্রমণ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।